পায়ের চোটে দাঁড়াতেই পারছেন না শুভ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১০ পিএম, ২৬ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০২:৩৪ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রস্তুতি হিসেবে শারীরিক গঠনের ব্যাপক পরিবর্তন এনে আলোড়ন সৃষ্টি করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। সেসময় পায়ে চোট পেয়েছিলেন এই ঢালিউড অভিনেতা, নতুন করে আবারও জেগে উঠেছে সেই চোট। ফলে ঠিকমতো দাঁড়াতে পারছেন, তাই সারাক্ষণই শুয়ে-বসে কাটাতে হচ্ছে তাকে।
ঈদের দুদিন আগে থেকে তিনি দাঁড়াতে পারছিলেন না ঠিকমতো। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চললেও পায়ের অবস্থা স্বাভাবিক হচ্ছে না। আর সে কারণে গত শনিবার এমআরআই করিয়েছেন তিনি, যার ফল জানা যাবে আগামী ২৮ জুলাই।
এই তারকা বলেন, ‘চিকিৎসক ব্রিগেডিয়ার জাহাঙ্গীর সাহেব দেড়ঘণ্টা সময় নিয়ে পরীক্ষাটা করেছেন। কারণ, বিষয়টা খুবই ভোগাচ্ছে আমাকে। গত প্রায় এক সপ্তাহ থেকে আমি দাঁড়াতেই পারছি না। সারাটা দিন বিছানায় থাকতে হচ্ছে। নড়াচড়াতেও সমস্যা হচ্ছে।’
জানা যায়, ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন শুভ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করেন। ক্রিকেটারদের ইনজুরি ও শুভর ইনজুরি প্রায় একই ধরনের বলে আপাতত মনে করছেন তিনি। আগামী ২৯ জুলাই এমআরআই’র রিপোর্ট দেখে তিনি পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন।
শুভ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বললেন, সেরকম যদি হয়, তাহলে বড় সময় ধরে রিহ্যাবিলিটেশনের মধ্য দিয়ে যেতে হবে। এখন যে অবস্থা, আস্তে আস্তে কিওর করা ছাড়া আর সম্ভব নয়।’
উল্লেখ্য, শুভ সর্বশেষ ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং করেছেন। গত ৩ এপ্রিলে কাজ শেষে মুম্বাই থেকে দেশে ফেরেন তিনি।