বিধিনিষেধে কাজের চিত্র পাল্টে গেছে মেহ্জাবীনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:২৮ পিএম, ১৫ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৫০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সকাল থেকে শুরু করে কোনো কোনো সময় গভীর রাত পর্যন্তও ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁকে শুনতে হয় অ্যাকশন-কাট। আর ঈদের আগে আগে হলে তো কথাই নেই। ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ–তিন গুণ।
করোনার আগের ঈদগুলোতে মেহ্জাবীন চৌধুরীর দম ফেলার ফুরসত থাকত না। ওই সময় ঈদে টেলিভিশন ও ইউটিউব চ্যানেল মিলে ২৫ থেকে ৩০টি করে নাটক প্রচারিত হতো। দুই-আড়াই মাস আগে থেকেই ঈদের কাজ শুরু হতো। সিডিউল করা ঈদের সব কটি কাজ তুলে দিতেই দম ফুরানোর দশা হতো।
ঈদের আগের এক-দেড় মাস এক দিনও বিরতি থাকত না। কম সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে হতো। এ কারণে চাঁদরাতেও সিডিউল দিয়েছেন। বলেন, ‘দেখা গেল, এক নাটকের শুটিং করছি। আরেক নাটকের সময় বের করতে গভীর রাতে সিডিউল দিচ্ছি। ঘুম ও খাওয়াদাওয়ার ঠিক থাকত না। অনেক সময় গাড়িতে কিংবা শুটিং হাউসের গ্রিনরুমে বসেই ঘুমিয়েছি।’
কিন্তু গত প্রায় দেড় বছরে তিন ঈদের মেহ্জাবীনের কাজের চিত্র পাল্টে গেছে। কমেছে অভিনীত ঈদের নাটকের সংখ্যাও।
বিধিনিষেধের কারণে গত তিনটি ঈদের আগে আগে শুটিং করেননি মেহ্জাবীন। ঈদের পরে শিথিল বিধিনিষেধের ফাঁকে ফাঁকে কিছু কাজ করেছেন এই অভিনেত্রী। পরের ঈদে সেই নাটকগুলোই প্রচারিত হয়েছে।
মেহ্জাবীন বলেন, ‘ঈদের কাজগুলোতে গল্প ও নির্মাণে বাড়তি যত্ন থাকে। এ কারণে ঈদের কাজগুলোও গুরুত্বপূর্ণ। সাধারণ সময়ের কাজ হলে তেমন কিছু মনে হতো না। কিন্তু কিছু তো করার নেই। বিধিনিষেধের মধ্যে কেউ কেউ হয়তো কাজ করেছেন। আমি নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তার কথা ভেবে কাজ করিনি।’
মেহ্জাবীনের জন্য আগামী ঈদও তাই। লাইট-ক্যামেরার সামনে নয়, তাঁর এখন সময় কাটছে চারদেয়ালের মধ্যে। বিধিনিষেধের কারণে আগামী ঈদুল আজহার বেশ কটি কাজ বাতিল করেছেন তিনি।
এ অভিনেত্রী জানান, ঈদুল আজহা নিয়ে প্রত্যাশা ছিল। ভেবেছিলেন, এবার হয়তো পূর্ণোদ্যমে ঈদের কাজ করতে পারবেন। আগেভাগে কাজ শুরুও করেছিলেন। মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ, প্লাস ৪.৫, পুনর্জন্ম, যদি কোনো দিনসহ প্রায় ১০টি ঈদের কাজ শেষও করেছেন। এর মধ্যেই আবার করোনা বেড়ে গেল। হঠাৎ করেই বিধিনিষেধ শুরু হলো। ঈদের বেশ কিছু কাজ বাতিল করলেন। ২৮ জুন থেকে শুটিং করছেন না।
মেহ্জাবীন বলেন, ‘সিনেমা দেখা ও ঘুমানোই এখন কাজ। প্রতিদিনই সিনেমা দেখছি। থ্রিলার বেশি দেখা হচ্ছে।’
সরকারি ঘোষণা এসেছে, আগামীকাল থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ। ঈদের আগে শুটিংয়ে ফিরছেন কি? জানতে চাইলে মেহ্জাবীন জানান, যাঁদের ঈদের কাজের সিডিউল বাতিল করা হয়েছে, সবাই যোগাযোগ করছেন। বলেন, ‘বিধিনিষেধ শিথিল হচ্ছে, করোনার সংক্রমণ তো কমছে না। বাড়ছেই। ঈদের কাজে ফিরব কি না, এখনো সিদ্ধান্ত নিইনি। ইনডোর শুটিংয়ের অনুমতি আছে। ইনডোরে ভালোভাবে গল্প বলা যাবে কি না, সেটাও ভাবার বিষয় আছে।’