সাদ-বাঁধনের কান অভিযান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:২৮ পিএম, ৭ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:০৯ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
দক্ষিণ ফ্রান্সের কানে এসে পৌঁছেছেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সাতজন।
গতকাল মঙ্গলবার (৬ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসে ১০ দিনের কোয়ারেন্টিন শেষে ট্রেনে চড়ে সাগরপাড়ে আসেন তারা।
জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে উঠেছেন সাদ ও বাঁধন। আলাদা অ্যাপার্টমেন্টে আছেন চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।
বাঁধন বলেন, ‘কানে দুপুর দেড়টায় এসে নেমেছি। আমাদের ছবির প্রযোজক সিঙ্গাপুরের জেরেমি চুয়ার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হলো এখানে। আমাদের ছবির বিশ্ব পরিবেশনা করছে যারা, সেই ফিল্মস বুটিকের কর্মকর্তার সঙ্গে আলাপ হলো কানে এসে। আমরা একসঙ্গে আড্ডা দিচ্ছি। ৭ জুলাই আমাদের সবার জন্য বিশাল একটি দিন। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’
কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে অফিসিয়াল সিলেকশনের বিভাগ আঁ সার্তে রিগায় স্থান পেয়ে ইতিহাস গড়েছে ‘রেহানা মরিয়ম নূর’। পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে আজ সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। বাংলাদেশ থেকে আসা সাতজনের সঙ্গে প্রদর্শনীতে থাকবেন জেরেমি চুয়া।
আয়োজকরা জানিয়েছেন, সাল দুবুসিতে আগামী ৮ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) আবার ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রদর্শনী রয়েছে। একই দিন সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) কান শহরের নতুন মাল্টিপ্লেক্স সিনেয়ুম অরা’য় ছবিটি দেখানো হবে।
কান উৎসব সাধারণত মে মাসের মাঝামাঝি হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে স্বাভাবিক সময়ের দুই মাস পিছিয়ে মঙ্গলবার শুরু হলো এই আয়োজন।