বিব্রত শাবনূর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৫ এএম, ২ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৩৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টে বিব্রত চিত্রনায়িকা শাবনূর। তার নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেজের অভাব নেই। গত মঙ্গলবার এক ভুয়া ফেসবুক পেজ থেকে শাবনূরের একটি অ্যাসিড আক্রান্ত মুখায়বের ছবি পোস্ট করে ‘অপরাজিতা’ নামে নতুন এক চলচ্চিত্রের ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ বিরতির অবসান। পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসবো আপনাদের মাঝে। সবার দোয়া প্রার্থী। এরপর সিনেমাপ্রেমীরা মনে করছেন সত্যি সত্যি শাবনূর আবারো চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে আদতে এই নামে শাবনূর কোনো চলচ্চিত্রই করছেন না। ভুয়া পেজ থেকে এমন ঘোষণাটির পর অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। বিষয়টি নিয়ে শাবনূরের কোনো বক্তব্য না পাওয়া গেলে তার ছোটবোন কাজী জেসিকা জেরিন ঝুমুর অস্ট্রেলিয়া থেকে জানান, ‘অপরাজিতা’ নামে কোনো ছবির বিষয়ে শাবনূরের সঙ্গে কারো কোনো কথাই হয়নি। ফলে সেটি করার প্রশ্নও আসে না। এ কাজ দেখে ওর সঙ্গে (শাবনূর) কথা বললাম, সে বিরক্ত। বিষয়টি নিয়ে শাবনূরভক্তদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঝুমুর।
তিনি আরও জানান, আপাতত কোনো ছবি করার পরিকল্পনা শাবনূরের নেই। তবে আগামীতে অবশ্যই তিনি দেশে ফিরে ছবি করবেন। কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। একমাত্র ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বাস করছেন তিনি। তার সঙ্গে ছোট বোন কাজী জেসিকা জেরিন ঝুমুর রয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে পুরো পরিবারের সঙ্গে শাবনূরের ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি। শাবনূর সবশেষ বছর তিনেক আগে অভিনয় করেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে। উল্লেখ্য, নব্বই দশকের শুরুতে ‘চাঁদনী রাতে’র মধ্যদিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। পরে সালমান শাহর সঙ্গে তার জুটি হয়ে উঠেছিল দারুণ জনপ্রিয়।