২১ ডিসেম্বর দুই গ্রহ বৃহস্পতি এবং শনি কাছাকাছি আসবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ৭ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১০:৫২ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
৩৯৭ বছর পর ২১ ডিসেম্বর খুব কাছাকাছি আসবে বৃহস্পতি এবং শনি গ্রহ। ১৬২৩ সালের পর কখনো এতো কাছে আসেনি গ্রহ দুটি।
ভারতের এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের পরিচালক দেবীপ্রসাদ দুয়ারি এই ঘটনাকে ‘মহাসংযোগ’ নামে অভিহিত করেছেন। ২১ ডিসেম্বর বৃহস্পতি এবং শনির মধ্যে দূরত্ব হয়ে দাঁড়াবে ৭৩.৫ কোটি কিলোমিটার। খবর এনডিটিভির
দেদেবীপ্রসাদ দুয়ারি বলেন, মহাকাশের দুটো বস্তু যখন কাছাকাছি আসে তখন তাকে ‘কনজাঙ্কশন’ (সংযোগ) বলা হয়। বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে কোনও কোনও সময় তা ‘গ্রেট কনজাঙ্কশন’ (মহাসংযোগ) বলা যায়। ২১ ডিসেম্বরের ঘটনাও ঠিক তাই।
তিনি বলেন, ২১ ডিসেম্বর দুই গ্রহকে পৃথিবী থেকে একটা উজ্জ্বল আলোকবিন্দুর মতো দেখাবে। ভারতের বেশিরভাগ বড় শহর থেকে সন্ধ্যার পর এই দৃশ্য দেখা যাবে।