সাংবাদিক তানভীর আহমেদের রুহের মাগফেরাত কামনায় দিনকাল পরিবারে দোয়া
সোহেল সামি, দিনকাল
প্রকাশ: ০৭:০৭ পিএম, ৯ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ১০:৩৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দৈনিক দিনকালের অফিস সহকারী তানভীর আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার তেজগাঁওয়ে দৈনিক দিনকাল অফিসে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দীন স্বপন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী ও অতিথিগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে দিনকালের জ্যেষ্ঠ সহকর্মীগণ তানভীর আহমেদকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন এবং তার রেখে যাওয়া মাসুম বাচ্চা ও পরিবারকে দেখভালের জন্য দিনকাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত সবার মুখে তানভীরের অমায়িক ব্যবহার ও তুখোর মেধার কথা বারবার উচ্চারিত হয়।
এ সময় উপস্থিত অতিথি ও দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ করে মরহুম তানভীর আহমেদের পরিবারের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।