ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ২২ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৪৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বুধবার (২১ জুলাই) ঈদের দিন ব্যস্ততার কারণে যারা কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিন পশু কোরবানি করছেন। এছাড়াও ঈদের দিন কসাইয়ের সংকটের জন্য দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন বলে জানান ধর্মপ্রাণ মুসলিমরা।
বেশিরভাগ মানুষকে রাজধানীতে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানের বাইরেই কোরবানি দিতে দেখা গেছে।
ঈদের দ্বিতীয় দিন রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে।
বুধবার সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এদিন রাজধানীসহ সারা দেশে ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানি করে ধর্মীয় এই উৎসবটি উদযাপন করেন। তবে ইসলামের বিধি-বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত সূর্যাস্তের আগপর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা যাবে। সে অনুযায়ি বৃহস্পতিবার ছাড়াও ঈদুল আজহার তৃতীয় দিন অর্থ্যাৎ শুক্রবারও (২৩ জুলাই) কোরবানির উদ্দেশ্যে পশু জবাই করা যাবে।