১৯ মার্চ ৪১তম বিসিএস পরীক্ষা নিতে বাধা নেই - হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪২ এএম, ১৭ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:১৬ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিতে কোনো বাধা না থাকার কথা জানিয়েছেন হাইকোর্ট। করোনা মহামারিতে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পিছিয়ে দেয়ার আদেশ চেয়ে করা একটি রিট আবেদন প্রত্যাখ্যান করে আজ বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। পরীক্ষা নেয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে মেনে চলারও আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই পরীক্ষা কিছুদিনের জন্য স্থগিত রাখতে প্রয়োজনীয় আদেশ চেয়ে ৪১তম বিসিএস পরীক্ষার্থী রায়হান সুলতান রিট আবেদন করেছিলেন।
রিটকারীর আইনজীবী নাহিদ সুলতানা জুঁথি বলেন, মহামারি পরিস্থিতির অবনতি হলে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানোর বিষয়ে পিএসসি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। গতকাল আবেদনের শুনানি চলাকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার আদালতকে বলেন, পিএসসি ১৯ মার্চ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সব প্রস্তুতি নিয়েছে এবং এখন পরীক্ষা স্থগিত করা সম্ভব নয়।