লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া, দেশবাসির কাছে দোয়া চেয়েছেন
আবু ফাহাদ, দিনকাল
প্রকাশ: ১২:১১ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০২:২৩ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
উন্নত চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে রাত ১১ টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
৮টায় রওনা দিয়ে ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এগারটায় ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
পথে লাখো নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে ভালোবাসায় সিক্ত করেন।
প্রিয় নেত্রীকে একনজর দেখতে রাজধানীর গুলশান-২ এবং বনানীর রাস্তায় অবস্থান নিয়েছিলেন হাজার হাজার নেতাকর্মী। তাদের মিছিল-স্লোগানে উত্তাল ছিলো গুলশান।
কেবল গুলশান বনানী নয়, পুরোটা পথ জুড়েই ছিলো নেতাকর্মীদের সরব উপস্থিতি।
বিমানবন্দরের কাছেও হাজার হাজার নেতাকর্মী স্লোগানে মুখরিত করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি(বেগম খালেদা জিয়া) দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।