লাখো নেতাকর্মীর ভিড় ঠেলে ৩ ঘণ্টায় বিমানবন্দরে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০২ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ০৪:৪১ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
৮টায় রওনা দিয়ে ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এগারটায় ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
পথে পথে লাখো নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে ভালোবাসায় সিক্ত করেন।
প্রিয় নেত্রীকে একনজর দেখতে রাজধানীর গুলশান-২ এবং বনানীর রাস্তায় অবস্থান নিয়েছিলেন হাজার হাজার নেতাকর্মী। তাদের মিছিল-স্লোগানে উত্তাল ছিলো গুলশান।
কেবল গুলশান বনানী নয়, পুরোটা পথ জুড়েই ছিলো নেতাকর্মীদের সরব উপস্থিতি।
বিমানবন্দরের কাছেও হাজার হাজার নেতাকর্মী স্লোগানে মুখরিত করেন।