বেগম খালেদা জিয়া বিমানবন্দরের পথে, সড়কে লাখো নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ০২:২৬ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে গুলশানের বাসা থেকে বেরিয়েছেন রাত সোয়া আটটার দিকে।
তাঁর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে।
হাজারো নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের নেত্রীকে বিদায় জানাচ্ছেন।
উন্নত চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।