বাংলাদেশকে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে: তারেক রহমান
আবু ফাহাদ, দিনকাল
প্রকাশ: ০৬:০৫ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০২:১৮ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশেকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। তা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, তা পৌরসভার নির্বাচন হোক, সংসদ নির্বাচন হোক, মসজিদ কমিটির নির্বাচন হোক, বা কোন প্রতিষ্ঠানের নির্বাচন হোক, সবক্ষেত্রেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নবনির্মিত বাড়ি হস্তান্তর করার সময় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি, তাহলে এ প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর, যুগের পর যুগ। তাহলে আমাদের মধ্যে থেকেই যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে। যোগ্য মানুষ বেরিয়ে আসবে। কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান হয়ে, কেউ বেরিয়ে আসবে উপজেলা চেয়ারম্যান হিসেবে, কেউ বেরিয়ে আসবে সংসদ সদস্য হয়ে। এভাবে প্রকৃত মানুষের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই কাজ করবেন মানুষের জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ।