সচিবালয়ের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৮ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১১:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ (২৭ ডিসেম্বর) সকালে বৈঠকে বসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চলে এই বৈঠক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সরকার গঠিত ৮ সদস্যের তদন্ত কমিটির প্রধান। তার দফতরেই ভৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন - পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মঞ্জুর, ঢাকা সেনানিবাসের কমান্ড্যান্ট সিএমটিডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।
কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও আশা করা হচ্ছে।