হাসিনা-জয়ের বিরুদ্ধে বিদেশে ৩ হাজার ৬ শ কোটি টাকা পাচারের তদন্ত শুরু করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ১০:২২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩ হাজার ৬ শ কোটি টাকা বা ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার ঘটনার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সকালে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
আখতারুল ইসলাম বলেন, হাসিনা ও জয়ের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের তদন্ত শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার অন্য ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম–দুর্নীতির ঘটনায় শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছিলো দুদক। খবরটি ব্রিটিশ গণমাধ্যমেও শীর্ষ খবরের তালিকায় জায়গা করে নিয়েছিলো।