রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৪১৮ মামলা, জরিমানা ৫৯ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৮:৩০ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১৪১৮টি মামলা ও ৫৯ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫৯ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্তে ১৪১৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ১০৭টি গাড়ি ডাম্পিং ও ৭৩টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
দিনকাল/এমএইচআর