পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ৯ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০২:৫১ পিএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
আজ বুধবার তাকে পাঁচ বছরের জন্য এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে চারজনকে পিএসসির সদস্য করা হয়েছে। নতুন এ চার সদস্য হলেন ড. নুরুল কাদির, ড. আমিনুল ইসলাম, ড. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ। সদস্যরাও পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এর আগে গতকাল মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন। পিএসসির সচিবের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। কিন্তু আজ দুপুর পর্যন্ত পিএসসির দুই সদস্য হেলালুদ্দিন আহমদ ও মোহা. শফিকুল ইসলাম পদত্যাগ করেননি।
দিনকাল/এসএস