হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ১৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৪:৫৩ পিএম, ৬ অক্টোবর,রবিবার,২০২৪
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ (বুধবার) সন্ধ্যায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নিজ বাসা ফিরোজায় ফিরলেন তিনি।
গত ১২ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থতা অনুভব করলে বেগম খালেদা জিয়াকে রাজধানীরর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
সেখানে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয় বিএনপি চেয়ারপারসনের।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।