বিডিআর হত্যাকাণ্ড : ফের তদন্তে কমিশন গঠন চেয়ে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৩ পিএম, ১২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:০৯ এএম, ১৩ অক্টোবর,রবিবার,২০২৪
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ৯ জন আইনজীবী ও একজন ব্যবসায়ীর পক্ষে ব্যারিস্টার সোলায়মান তুষার এটি পাঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালককে ই-মেইলে এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
নোটিশ দাতারা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি), ব্যারিস্টার শেখ মঈনুল করিম, ব্যারিস্টার আহমেদ ফারজাদ, অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট মো. শাহেদ সিদ্দিকী, ব্যারিস্টার সলিম উল্লাহ, অ্যাডভোকেট লোকমান হাকিম, ব্যারিস্টার ও সলিসিটর মো. কাউসার ও ব্যবসায়ী মাহফুজুল ইসলাম।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বিচার বিভাগীয় কমিশন গঠন করতে বলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা ও আহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।
নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন দেশি-বিদেশি সংবাদপত্র ও টেলিভিশনে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনা সঠিকভাবে তদন্ত করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতরা শাস্তির আওতায় আসেনি। অনেক নিরীহ মানুষকে শাস্তি দেয়া হয়েছে। সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) জেনারেল মঈন উদ্দিন আহমেদ বলেছেন, বিডিআর সদর দফতরের নৃশংস হত্যাকাÐের প্রকৃত ঘটনা জনগণ জানতে পারেনি।