স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ
হাসনাইন নাহিয়ান সজীব, দিনকাল
প্রকাশ: ০৬:১২ পিএম, ২ সেপ্টেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ১২:০৯ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন।
আজ সোমবার প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বঙ্গভবন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করা হয়। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার নির্বাচিত হন তিনি। এর পর থেকে টানা এই দায়িত্বে ছিলেন শিরীন শারমিন চৌধুরী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।