ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ‘নিখোঁজ’: ইসির তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:১৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হলে নির্বাচন কমিশন এবং ভোটার সবার জন্যই ভালো হয়। আমরা চাই সিসি ক্যামেরা ব্যবহার করতে। তবে এটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
আজ সোমবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি রাশেদা সুলতানা এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের একটি সংবাদ দেখেছি। এটি নিয়ে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। আসলে কি ঘটেছে সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার নিকট চিঠি পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, ঠিক কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে এটা এখনো বলা যাচ্ছে না।
কতটি ইভিএম ভালো আছে সেটি দেখতে হবে। তবে ৫০ থেকে ৭০টি আসনে ইভিএম ব্যবহার করা হতে পারে।