ফখরুল-মোশাররফ-রিজভী ময়না পাখির মতো কথা বলেন : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২১ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৫০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, রুহুল কবির রিজভী ও গয়েশ্বর চন্দ্র রায়সহ আরও যাঁরা নেতৃবৃন্দ আছেন, তাঁদের সবাই ময়না পাখির মতো কথা বলেন। ১৪ বছর ধরে একই ঢোল বাজাচ্ছেন। এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের নেতৃত্বে সংগঠনের নেতারা আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দেখা করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির আগামীকাল শুক্রবারের গণমিছিল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের এক বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ময়না পাখিকে যে কথাগুলো শিখিয়ে দেওয়া হয়, ময়না পাখি এর বাইরে কিছু বলতে পারে না।
খন্দকার মোশাররফ হোসেনের কথা তোতা পাখি বা ময়না পাখির কথার মতো। প্রকৃতপক্ষে তাঁরা ১৪ বছরে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন।
বিএনপির গণমিছিলকে কেন্দ্রে করে আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সতর্ক পাহারায় থাকবেন বলে জানান হাছান মাহমুদ।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ভরাডুবির কারণ জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সরাসরি কোনো উত্তর দেননি।
তিনি বলেন, মেয়র পদে দলীয় প্রার্থী কম ভোট পেলেও সেখানে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিতরাই বেশির ভাগ নির্বাচিত হয়েছেন। সেটা থেকেই উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কোন জায়গায় কিংবা হিসেব কোন জায়গায়।