মেট্রোরেল পরিচালনায় ১৫০ কোটি টাকা ঋণ দিলো সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৩ পিএম, ২৬ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
মেট্রোরেল পরিচালনার ব্যয় চালানোর জন্য সরকারের কাছে এক হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সরকারের অর্থ মন্ত্রণালয় সোমবার (২৬ ডিসেম্বর) ১৫০ কোটি টাকা ঋণ দিয়েছে ডিএমটিসিএলকে। এক শতাংশ সুদে (১%) এই ঋণ দেয়া হয়েছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এক হাজার কোটি টাকা চেয়ে দেড়শ কোটি পাওয়ায় মেট্রোরেল পরিচালনায় কোনও প্রভাব পড়বে কিনা জিজ্ঞেস করা হলে তিনি জানান, উদ্বোধনের পরে তিনি এ বিষয়ে কথা বলবেন।
জানা গেছে, ঋণপত্রে ডিএমটিসিএলের পক্ষে স্বাক্ষর করে পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল লাইন-৬ নির্মাণে মোট খরচ হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। ভাড়া থেকে মেট্রোরেলের পরিচালন ব্যয়ের মাত্র ৩০ শতাংশ উঠে আসবে। বাকি ৭০ শতাংশ খরচ ওঠানোর জন্য মেট্রোস্টেশনগুলো বাণিজ্যিক কাজে ভাড়া দেয়ার পরিকল্পনা আছে। সংশ্লিষ্টরা আরও জানান, যেসব অবকাঠামো আছে তাতে খুব বেশি রাজস্ব অর্জিত হবে না। এজন্য দরকার মেট্রো লাইনের করিডোরভিত্তিক উন্নয়ন যা এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে।