টুঙ্গিপাড়ায় যেতে চান নরেন্দ্র মোদি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ এএম, ৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:১৩ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) আগ্রহ প্রকাশ করেছেন টুঙ্গিপাড়ায় যাবেন। এটি নিয়ে কাজ চলছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষ, স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কেও ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফরে আসবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ২৭ মার্চ।
ভারতের ট্রানজিট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভূটানে যাওয়ার বিষয়ে অনুরোধ করেছি এবং ভারত এই বিষয়টি বিবেচনা করছে।’
তিনি বলেন, ‘আমরা কানেক্টিভিটি চেয়েছি। বলেছি নেপাল ও ভূটানের সঙ্গে কানেক্টিভিটি চাই। বিবিআইএন করেছিলাম এবং ভূটানের জন্য আটকে ছিল। এখন যতদূর হয়েছে ততদূর এটি চালু করবো।’
ভারত-মিয়ানমার-থাইল্যান্ড রোডের সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।’