বিএনপি নির্বাচনে অংশ নিলে আমরা খুশি হবো : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৮ পিএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিব আউয়াল বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিএনপিকে আহ্বান জানিয়ে আসছি তারা যেন নির্বাচনে আসে। আমরা খুশি হবো যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে। কারণ নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে গণতান্ত্রিক চর্চা ঠিকমতো হবে না।
তিনি বলেন, সড়কে বা রাজপথে শক্তি প্রদর্শন নয়। রাজপথে শক্তি প্রদর্শনর আর কাস্টিং অব ব্যালট এক জিনিস নয়। আমরা চাই নির্বাচনে প্রতিটি দল সক্রিয়ভাবে অংশ নিয়ে যেন প্রতিদ্বন্দ্বিতা করে।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি কররপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, তিন ঘণ্টা ধরে বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটান পুলিশ কমিশনার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে দীর্ঘ আলোচনা করেছি। আমরা আশ্বস্ত হয়েছি তারা সর্বতোভাবে সহায়তা করবেন।
রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে ভোটারদের প্রতি সিইসি আহ্বান জানান, আপনারা ২৭ ডিসেম্বর নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব পালন করবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশ্বস্ত করছি, ভোটাধিকার প্রয়োগে, স্বাধীনভাবে ভোট প্রদানে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।