তদন্তের স্বার্থে বিএনপি কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩১ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
তদন্তের স্বার্থে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সে অফিসে তন্নতন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে এটা খুবই স্বাভাবিক। বোমার সাথে সেখানে অন্যান্য কোনো মরণাস্ত্র আছে কিনা তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতেই হবে।’
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগের বিষয়ে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা তদন্তের স্বার্থে তল্লাশি অভিযান চালিয়েছে।’
তল্লাশি অভিযানের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ বিএনপি বাড়িয়ে বলছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর তারা প্রচণ্ডভাবে ফ্লপ করেছে। সে কারণে তারা মুখরক্ষার জন্য নানা ধরনের অভিযোগ-অনুযোগ উপস্থাপনের চেষ্টা করছে।’