বিএনপি’র ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪১ এএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:১২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির সাতজন সংসদ সদস্যের মধ্যে ৬ জনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।
গতকাল রবিবার (১১ ডিসেম্বর) সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দেয়ার পর রাতে গেজেট প্রকাশ করা হয়।
শূন্য ঘোষিত আসনগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও এবং সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-৫০)।
মেয়াদপূর্তির এক বছর আগেই বিএনপি’র সাত এমপি সংসদ ছাড়লেন। ৯০ দিনের মধ্যে ওই আসনগুলোতে উপ-নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। সরাসরি স্বাক্ষর করে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। নির্বাচন কমিশনার মো. আলমগীর রোববার বিকালে জানিয়েছেন, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ হওয়ার পর উপ-নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন।