টাকা থাকলেই অপচয় করা যাবে না : পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৮ পিএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:০৩ পিএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সারা বিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিন মাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি, ডিসেম্বর মাসে আরও কমবে। তাই টাকা থাকলেই অপচয় করা যাবে না।’
আজ শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এ প্রতিযোগিতার আয়োজন করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার পাঁচটি দল অংশগ্রহণ করছে। আগামী রোববার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
দেশে ডলার সংকট নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে ডলারের সংকট নেই, তবে ঘাটতি আছে। নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না।’
দেশ সংকটে পড়বে না বলে দাবি করেন এম এ মান্নান। তিনি বলেন, ‘আমাদের দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মাঠ ভরা ফসল আর গোলা ভরা ধান আছে আমাদের। হাওর আর নদী ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত আছে। আমাদের সব কিছু আছে। সুতরাং কোনো সমস্যা হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো.জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।