সুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরতের নির্দেশনা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫০ এএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:১৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সুইস ব্যাংকে বাংলাদেশিদের পাচার করা অর্থ ফেরত আনতে এবং বিদেশে অর্থপাচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আব্দুল কাইয়ুম খান এবং সুবীর নন্দী দাস এই রিট দায়ের করেন।
অর্থ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেলসহ ১৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারীরা জানান, আবেদনটির ওপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।