হাজি সেলিমের ১৩ বছর কারাদন্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ এএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৫৪ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিশেষ আদালতের দেয়া ১৩ বছর কারাদন্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের আপিলের ওপর শুনানি গতকাল হাইকোর্টে পুনরায় শুরু হয়েছে।
আজ রবিবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আদালতে দুদকের পক্ষে রয়েছেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, হাজি সেলিমের পক্ষে রয়েছেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস। এর আগে, গত বছরের ১১ নভেম্বর এ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেছিলেন উচ্চ আদালত। সে আদেশ অনুসারে নথি আসার পর আপিল শুনানির জন্য আপিল শুনানির জন্য দিন ধার্য করা হয়।
২০০৭ সালের ২৪ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদন্ড দেন বিচারিক আদালত। ২০০৯ সালের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজি সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তীতে হাইকোটে রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।