বাজার স্থিতিশীল রাখতে যতদিন প্রয়োজন ততদিন ওএমএস চলবে : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ পিএম, ৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫০ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বাজার স্থিতিশীল রাখার জন্য যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রম চলবে। এ ছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী, বছরের ৫ মাস খাদ্যবান্ধব কমর্সূচিও চলবে।
আজ মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে খাদ্যপরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পর সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল, আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। সেই বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস বিক্রি কার্যক্রম চলবে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।