ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি হিন্দু মহাজোটের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ পিএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:০২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দুর্গাপূজায় অষ্টমী, নবমী ও দশমী এই তিনদিন সরকারি ছুটি ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে পূজার সময় নিরাপত্তা জোরদার, সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানায় সংগঠনটি।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনটির নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, সারাদেশে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। মন্দিরে প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। কিন্তু পূজা ও নির্বাচন এই দুটি বিষয় নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা সুখকর নয়।
তিনি আরও বলেন, গত বছরের ১৫ অক্টোবরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা, মন্দিরে অগ্নিসংযোগ হয়েছে তার ক্ষত এখনো শুকায়নি। এই পরিস্থিতিতে উৎসবের নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় ভাবতে শুরু করেছে।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ৫৭ ধারা হিন্দু নির্যাতন ও হিন্দু সম্প্রদায়কে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা যদি সবার জন্য সমান না হয়, তাহলে অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।
জাতীয় হিন্দু মহাজোটের দাবিগুলো হলো
প্রত্যেক স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরার বসানো, পূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা জোরদার করা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা যদি সবার জন্য সমান না হয়, তাহলে এই আইন বাতিল করা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস প্রমুখ।