নতুন সময়সূচিতে অফিস, সড়কে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬ পিএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:০৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঘোষিত নতুন সময়সূচিতে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংকের কার্যদিবস শুরু হয়েছে। প্রথম দিন রাজধানীর বেশিরভাগ সড়কে গণপরিবহন স্বল্পতায় ভোগান্তির শিকার হন কর্মজীবীরা। এছাড়া আগেভাগেই শুরু হয়ে যায় যানজট।
অফিস সময় এক ঘণ্টা এগিয়ে আসায় বুধবার সকাল ৭টা থেকেই ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় যানবাহনের ভিড় দেখা যায়। তবে বাসের সংখ্যা তুলনামূলক কম থাকায় এবং আগেভাগে বেশি মানুষ রাস্তায় নামায় মোড়ে মোড়ে দেখা যায় জটলা। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে অনেককে।
নতুন নিয়মে সব সরকারি অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ব্যাংক চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত, এর মধ্যে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে। আগে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলত।
অফিসের কাজের সময় এগিয়ে আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন ছুটি দেওয়া হয়েছে সপ্তাহে। তবে ক্লাসের সময় রাখা হয়েছে আগের মতই।
ঢাকার অধিকাংশ স্কুলের প্রভাতী শাখায় ক্লাস শুরু হয় সকাল সাড়ে ৭টায়। ফলে অফিস ও স্কুলের ভিড় পড়েছে প্রায় একই সময়ে। তাতে বিভিন্ন পয়েন্টে অন্যান্য সময়ের চেয়ে ঘণ্টাখানেক আগেই যানজট দেখা দিয়েছে।
বিমানবন্দর সড়কেও সকাল ৭টার পর থেকে যানবাহনের বেশ চাপ দেখা গেছে। বনানী, মহাখালী, কাকলী, প্রতিটি সিগন্যালেই ছিল দীর্ঘ লাইন, গাড়ি চলেছে ধীর গতিতে। বনানী সিগন্যালের যানাবাহনের লাইন আর্মি স্টেডিয়াম ছাড়িয়ে বনানী ফ্লাইওভার পর্যন্ত চলে যেতে দেখা গেছে। এছাড়া রামপুরা-বাড্ডা-বিশ্বরোড় পর্যন্ত যানবাহনের প্রচণ্ড চাপ দেখা গেছে।