ইভিএমের পক্ষে নেই অধিকাংশ দল : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০১:৩৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অধিকাংশ দলের ঐক্যমত নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ রবিবার বিকালে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘আজকে এটা শেষ সংলাপ। এই সংলাপের একটি দ্বিমাত্রিকতা আছে। আমরা একইসঙ্গে সরকারের সঙ্গেও সংলাপ করছি। আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করছি। এ দিক থেকে আমরা সৌভাগ্যবান যে, সরকারকেও অ্যাড্রেস করতে পারছি। পার্টি হিসেবে আওয়ামী লীগকেও অ্যাড্রেস করতে পারছি।’
তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যে সংলাপ করে এসেছি, সেখানে কিছু বিষয় উঠে এসেছে। যেহেতু আপনারা সরকারে আছেন, কাজেই সেটা আপনাদের দৃষ্টিতে আনা উচিত।’
সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘অনেক পার্টি মনে করছে, একদিনে নির্বাচন করা সমীচীন হবে না। এটা ভারতের মতো একাধিক দিনে হাওয়া দরকার। কারণ, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অপ্রচুলতা আছে।’
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আরেকটি বিষয়ে সংকট থেকে যাবে, সেটা হলো ইভিএম। এভিএম নিয়ে পক্ষে-বিপক্ষে বেশকিছু সমর্থন পেয়েছি। আবার বেশিরভাগ দল ইভিএম বিশ্বাস করছে না। এর ভেতরে কী যেন একটা আছে- আমাদের ইভিএম নিয়ে যে অনুভূতি। আমরা ইভিএম ব্যবহার করেছি, এটাকে ডিসকারেজ করছি না। আমরা এ পর্যন্ত যে ইভিএম ব্যবহার করেছি, তাতে ভোটার ৭১ শতাংশ পর্যন্ত টার্নআউট হয়েছে। কিন্তু অনেককে আমরা আস্থায় আনতে পারছি না। কথাও বলেছি, কিন্তু তারা বলেছে ‘না’ এখানে একটা..। আপনাদের এ বিষয়ে সহযোগিতা চাইবো যে, ইভিএম নিয়ে একটা সংকট থাকবে। এটার বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরাই নেবো সিদ্ধান্ত। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এর ওপরে পুরোপুরি ঐকমত্য নেই।’’