দেশে বন্যায় এ পর্যন্ত ১৫২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সারা দেশে বন্যায় এ পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষ বন্যায় মৃত্যুর এ তথ্য জানিয়েছে।
বন্যায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলায় ৩৬ জনের মৃত্যু হয়। জেলাভিত্তিক হিসাবে নেত্রকোনা জেলাতেই বেশি মৃত্যু দেখা যাচ্ছে।
সিলেট বিভাগের মারা গেছে ৫৯ জন। এর মধ্যে সুনামগঞ্জে মারা যায় ২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া, শ্বাসতন্ত্রের রোগ, বজ্রপাত, সাপের কামড়, পানিতে ডোবা—এসব কারণে কত মানুষ আক্রান্ত হচ্ছে বা মারা যাচ্ছে, তার তথ্য নিয়মিত সংগ্রহ করছে।
তাদের হিসাবে ১৭ মে থেকে ৭ জুলাই পর্যন্ত বন্যাকবলিত জেলাগুলোয় মোট ১৬ হাজার ৮৬০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।