৬৫ বছর বয়সীরা এবার হজ করতে পারবেন না : ধর্ম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩২ পিএম, ২৫ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি হলে তারা এবার হজে যেতে পারবেন না। বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা হজে যেতে পারবেন কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী তারা হজে যেতে পারবেন না।
অনুষ্ঠানে বিএসআরএফএর সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক, নগদ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম শহিদুল ইসলাম বারাকাতী, ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার উপস্থিত ছিলেন।