সিইসি তার উপর অর্পিত দায়িত্ব এড়িয়ে যেতে চান-ব্যারিস্টার মাহবুব খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ এএম, ১৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:০৫ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
প্রধান নির্বাচন কমিশন তার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন। সাংবাধানিক দায়িত্ব পালনে তিনি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
আজ বুধবার (১৩ জানুয়ারী) সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপ কালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার একটি বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমন মন্তব্য করেন।
সাভারে সিইসি বলেন, নির্বাচনে হেরে গেলে বলা হয় কারচুপি হয়েছে-এটা বলা এদেশের সংস্কৃতি। আওয়ামীলীগ হেরে গেলে তারাও কারচুপির অভিযোগ তুলতো। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারাও কারচুপির অভিযোগ তোলে।
বিএনপি যুগ্ন মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এ বিষয়ে আরও বলেন, ৪২ জন বিশিষ্ট ব্যক্তি বর্তমান নির্বাচন সম্পর্কে যে অভিযোগ এনেছে তা বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন পদত্যাগ না করে বিভ্রান্তিকর কথা বলে চলেছে।