দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য বিএনপির বিচার হওয়া দরকার : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৫:২৯ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগসংক্রান্ত বিএনপির মহাসচিবের চিঠি জনগণের সামনে তুলে ধরার পর দলটি চুপ হয়ে গেছে। তাই বিএনপির বিচার হওয়া দরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এমন ঘটনা ইউরোপের কোনো দেশে হলে তার বিরুদ্ধে মামলা হতো ও তার বিচার হতো। তবে দেশকে সাহায্য বন্ধ করা ও দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য বিএনপির মহাসচিব ও তাদের দলের বিচার হওয়া দরকার।’
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কখনো সরকারের অধীন হয় না। তাই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘বিএনপির আসলে জনগণের প্রতি কোনো আস্থা নেই। তাদের মূল কাজই হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্র করা। নির্বাচনে অংশ না নেওয়ার পুরোনো রাজনীতি শুরু করেছে বিএনপি।’