নিউজিল্যান্ডে পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৩৩ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে এসেছিল স্বাধীনতা, পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে বাংলায় উড়েছিল লাল সবুজের পতাকা। সেই বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার উল্লাসে মেতে উঠেছে গোটা বাংলাদেশ। আর নিউজিল্যান্ডে পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে টাইগার বাহিনী। সেখানেই ৫০তম বিজয় দিবসে বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উদযাপন করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহীম লিখেছেন, ‘আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেনো শহীদ মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’
এদিকে বিজয় দিবসে সুসংবাদ দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর সুজন। তিনি জানিয়েছেন, নুতন করে আর কোনো করোনা পজেটিভ নেই বাংলাদেশ দলে।
তাই কোয়ারেন্টিন থেকে বের হয়ে অন্য হোটেলে চলে যেতে পারবেন তারা।
মহান বিজয় দিবসের বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরাসবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে।’
সুজন বলেন, ‘আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো। তো ওরা আজকে আমাদের পজেটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলনেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি।’
সবাই করোনা নেগেটিভ হওয়ায় এখন ভিন্ন আরেক হোটেলে উঠবে বাংলাদেশ দল। তবে দলের আইসোলেশনে থাকা সদস্যের সবাইকে ২০ তারিখ পর্যন্ত থাকতে হবে এ হোটেলেই।
নিউজিল্যান্ড পৌঁছে করোনা পজেটিভ হন বাংলাদেশের স্পিন কোচ হেরাথ রঙ্গনা। তাছাড়া বিমান সহযাত্রীর করোনা পজেটিভ হওয়ায় আইসোলেশনে রয়েছেন টাইগার বাহিনীর মোট ৯ সদস্য।