খালেদা জিয়ার চিকিৎসার জন্য যেকোনো বিদেশি চিকিৎসক আনা যাবে - পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৫ এএম, ৩০ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৪৩ এএম, ১৩ অক্টোবর,রবিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যে কোনো চিকিৎসক আনার অনুমতি রয়েছে এবং তিনি দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সাথে আলোচনাকালে ড. মোমেন বলেন, সরকার দেশে আইনের শাসন সমুন্নত রাখতে চায়। এর আগে তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্ব শান্তি সম্মেলনসহ বর্তমান বেশ কিছু বিষয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সাথে আলোচনা করেন।