ভাসানচরে পৌঁছেছে আরও ৩৭৯ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০ পিএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৩১ এএম, ৩০ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
সপ্তম দফায় কক্সবাজার থেকে আরও ৩৭৯ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে তারা ভাসানচর এসে পৌঁছায়। এর মধ্যে পুরুষ ১৩২, নারী ৯৮ ও ১৪৯ জন শিশু রয়েছে।
এর আগে, দুপুরে চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে ১নং ওয়্যার হাউজ হয়ে ৫৬ নং ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম। এ নিয়ে এখন পর্যন্ত সাত দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৮৭৯ রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়েছে।