ভারত মহাসগরে কোন দেশের একক আধিপত্য চায় না বাংলাদেশ- পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ পিএম, ১৪ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৬:০৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বের কোন দেশের একক আধিপত্য বাংলাদেশ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেছেন, আমরা উন্মুুক্ত, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর অঞ্চল চাই। এটাই আমাদের নীতি। ভারত মহাসাগর অঞ্চলে কোনো দেশ বা গোষ্ঠীর একক আধিপত্য দেখতে চাই না।
আজ রবিবার (১৪ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ওশেন রিম এসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট আইওআরএ-এর তিনদিনব্যাপী ওই সম্মেলন আগামীকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শুরু হবে।
সীমান্ত হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি- সীমান্ত হত্যা বন্ধ নিয়ে ভারত-বাংলাদেশের দুদেশের সর্বোচ্চ পর্যায়ে অঙ্গীকার রয়েছে। কিন্তু তারপরও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের জন্য দুঃখজনক, ভারতের জন্য এটা লজ্জার।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।।