যুবকরা দেশের জন্য কাজ করে যাচ্ছে- অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ এএম, ১২ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৫১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি বলেছেন, আমাদের যুবকরা দেশের জন্য কাজ করে যাচ্ছে। তারা দুর্যোগ মহুর্তে সবার আগে মানুষের পাশে ছিল। এ যুবগোষ্ঠি সংগঠিত না হলে দেশ এগোত না। আমাদের দেশের কথা এখন সারা বিশ্বে আলোচনায় তুঙ্গে। আগামীতে যুবকদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর সদরের এআর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
তিনি যুবকদের উদ্দেশ্য আরো বলেন, আমি দূর্নীতি করি না, আপনারা আমাকে অনুস্বরণ করুন, ঘুষ খাবেন না, মানুষদের পাশে দাড়ান এবং তাদের ভালোবাসুন। মানুষের মৌলিক চাহিদা পূরণ করে দিতে হবে। মানুষদের স্বপ্ন দেখাবেন আগামীর পথে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভুঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দীন কালু, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, যগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া, আবু বক্কর ছিদ্দিক, আবুল খায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ এমরান কবির চৌধুরী, আবু তাহের চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল করিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রহুল আমীন, উপজেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান মিন্টু, নাজমুল হাছান ভুঁইয়া বাছির, সাইফ উদ্দিন আলমগীর, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।