দেশজুড়ে প্রাণহানী সংঘর্ষ ও ব্যালট ছিনতায়ের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ এএম, ১২ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৩৫ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
দ্বিতীয় ধাপে দেশের ১১৪টি উপজেলার ৮৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
দ্বিতীয় ধাপের নির্বাচনকে ঘিরেই সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। এ ধাপে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন, আহত চার শতাধিক। তাই এ নির্বাচন নিয়ে উত্তেজনা ও শঙ্কা রয়েছে ভোটার আর প্রার্থীদের মধ্যে। যদিও পাঁচটি ইউপির সবক'টি পদে এবং ৮১টির চেয়ারম্যান পদে প্রার্থীরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত সদস্যপদে ৭৬ জন এবং সাধারণ সদস্যপদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগের বারের মতো এবারও দলীয় প্রতীকে ভোট নেওয়া হলেও এই নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের কোনো প্রার্থী নেই। জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের প্রার্থীও রয়েছেন মাঠে। কিন্তু বেশিরভাগ স্থানেই নৌকা প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী স্থানীয় আওয়ামী লীগের পদধারী বিদ্রোহীরা। মূলত তাদের মধ্যেই হানাহানি ঘটছে। ফলে নির্বাচনী এলাকাগুলোতে বিরাজ করছিল টানটান উত্তেজনা।
দ্বিতীয় ধাপে মোট ভোটকেন্দ্র হচ্ছে আট হাজার ৪৯২টি। মোট ভোটার এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এর মধ্যে এ ধাপে ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ৮৩৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী তিন হাজার ৩১০ জন; সংরক্ষিত নারী প্রার্থী ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রার্থী ছিল ২৮ হাজার ৭৪৭ জন। এ নির্বাচনে মোট ৪১ হাজার ২১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই ধাপে ২০টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। নির্বাচন উপলক্ষে গত বুধবার সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়। ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় টহল ছিল। তারা থাকবেন ভোটের পরের দিন পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এরপরও সারাদেশে নির্বাচনী
কক্সবাজারে গোলাগুলির ঘটনায় নিহত এক আহত সাত।
নাটোরে ব্যালট ছিনতাই ও দুই পক্ষের সংঘর্ষে আহত তিন।
বগুড়ায় ভোট কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই ও ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একজন ছুরিকাঘাতে আহত।
রংপুরের একটি কেন্দ্রে ভোটারদের ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দেয়ার আনসারদের বিরুদ্ধে অভিযোগ।
নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সহিংসতায় গুলিবিদ্ধ মৃতের সংখ্যা তিন।
মাদারীপুরে ভোট কেন্দ্রে বিস্ফোরণ-গোলাগুলি, আহত ১০।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্র পরিদর্শন করে এমপি মমতাজ বেগম।
ভোট দিতে না পেরে মনের আক্ষেপ প্রকাশ ভোলার কহিনুর বেগম (২৫)।
যশোরে ভোটকেন্দ্রে পুলিশের গাড়িতে হামলা, আহত ৫।
নোয়াখালীর বেগমগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ গুলিবিদ্ধ ৪।
কুমিল্লায় নির্বাচনী সহিংসতা, চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৫।
তেতুলিয়ায় ব্যালট ছিনতাই, নারীদের সাহসিকতায় রক্ষা ভোট কেন্দ্র, আটক ৫।
প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।
পুলিশের সঙ্গে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ : পুলিশসহ আহত ২৫।
না’গঞ্জে ভোট কেন্দ্রে দখল করতে গিয়ে ছাত্রলীগ সভাপতি রিয়াদ বাথরুমে অবরুদ্ধ।
প্রার্থীর চাপে কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু!।