পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার জালিয়াতি, সতর্কতার নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ২৫ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০৪ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত দু’টি ভুয়া সুপারিশ ও একটি ডিও লেটার ধরা পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী প্রেরিত যে কোনো সুপারিশ ও ডিও লেটার যাচাইপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
আজ সোমবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত দু'টি ভুয়া সুপরিশ ও একটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে।
এ কারণে পররাষ্ট্রমন্ত্রীর যে কোনো সুপারিশ ও ডিও লেটারের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।