৬১ জন নারী মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ এএম, ১৬ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০২:৫৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সরকার ৬১ জন নারী মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে গত সোমবার।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রবীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন (জামুকা)-এর ৭ (ক) অনুযায়ী, প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকার এতদ্বারা রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ (এলোকেশন অফ বিজনেস)-এর তালিকা ৪১-এর ৫নং ক্রমিকে দেয়া ক্ষমতাবলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত মোতাবেক নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) গেজেট প্রকাশ করা হয়েছে।
সারা দেশের ৬১ জন নারী মুক্তিযোদ্ধার মধ্যে কিশোরগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন, নাটোরে ১২ জন, পিরোজপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, পটুয়াখালীতে ১৫ জন, সাতক্ষীরায় ১ জন, খাগড়াছড়িতে ১ জন, মাদারীপুরে ১ জন, বরগুনায় ২ জন, ফরিদপুরে ১ জন, বরিশালে ১ জন, কুষ্টিয়ায় ২ জন, সিলেটে ১৩ জন, গোপালগঞ্জে ২ জন ও খুলনায় ১ জন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন।