হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ এএম, ১৪ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১১:২৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
হেফাজতে ইসলাম বাংলাদেশর মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী মারা গেছেন।
আজ রবিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুর মারা গেছেন।
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ৯টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। আল্লামা কাসেমী বেফাক বোর্ডেরও কো-চেয়ারম্যান ছিলেন। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়। নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর শোকবার্তা
দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ২০ দলীয় জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক শোকবাণীতে বলা হয় দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা আলেম আল্লামা নূর হোসাইন কাসেমী ২০ দলীয় জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণতন্ত্র পুণ:রুদ্ধারের আন্দোলনে যে সাহসী ভূমিকা পালন করেছেন তা দেশের মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন সর্বজনশ্রদ্ধেয় ইসলামী পন্ডিত। তিনি ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসারে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। রাজরোষে পড়া সত্বেও তিনি তাঁর অভিষ্ট লক্ষ্য থেকে কখনোই সরে আসেননি। বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন নির্ভিক কন্ঠস্বর। পাশাপাশি নম্রতা, বিনয়, সৌজন্য, সাহস ও সহিষ্ণুতা ছিল তাঁর স্বভাবজাত। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শুণ্যতার যে সৃষ্টি হলো সহজে পূরণ হবার নয়। আমি আল্লামা নূর হোসাইন কাসেমীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদেরকে এই শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দেয়ার জন্য মহান আল্লাহ’র দরবারে মোনাজাত করছি। আমি মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক : ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার এক শোকবাণীতে বিএনপি মহাসচিব বলেন, মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমীর মতো একজন খ্যাতিমান আলেমের মৃত্যু বর্তমান সংকটকালে অপূরণীয় ক্ষতি। অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, অত্যন্ত নিষ্ঠার সাথে নিজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ইসলামী চিন্তাবিদ হিসেবে এদেশের মানুষকে তিনি গভীরভাবে প্রভাবিত করেছেন। ইসলাম ধর্মের একজন সুপন্ডিত হিসেবেই তিনি ছিলেন বাংলাদেশে সর্বজনশ্রদ্ধেয়। বর্তমান স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এই সাহসী নেতা শত নির্যাতন সহ্য করেছেন এবং তার সংগ্রামী ভূমিকা গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করেছে।
বিএনপি মহাসচিব বলেন, মহান আল্লাহর নিকট মোনাজাত করি-আল্লাহ পাক যেন তাকে বেহেস্ত নসীব করেন। আমি তার শোকাহত পরিবারবর্গসহ ঘনিষ্ঠজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দানের জন্য দোয়া করছি। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছি। আমি মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোক : হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তার ইন্তেকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। তিনি দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে বিশেষ করে কওমি শিক্ষার বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন। তিনি বহু আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
খেলাফত মজলিসের শোক : হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বাংলাদেশ লেবার পার্টির শোক : হেফাজতে ইসলামের মহাসচিব ও জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান।