হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ১১ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:১৫ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
করোনা ভাইরাস সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়েছে।
আজ বুধবার (১১) হাইকোর্ট বিভাগের ৫৩ বেঞ্চে ভার্চুয়ালি এ বিচারকাজ শুরু হয়।
তবে ৮ আগস্ট থেকেই আপিল বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলছে। অপরদিকে ৮ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত হাইকোর্টে ভার্চুয়ালি ১২টি বেঞ্চে বিচার কাজ চলে আসছিলো।
১১ আগস্ট থেকে সরকারঘোষিত লকডাউন শিথিল হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ পরিচালনার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত ৮ আগস্ট রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে ১১ আগস্ট বুধবার থেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এ সংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।