বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৬ পিএম, ৭ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৭:৩৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সারাদেশের জেলা-উপজেলা সদরে নির্মিত ও নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরালের (ভাস্কর্য/প্রতিকৃতি) নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মন্ত্রিপরিষদ সচিবকে এক সম্পূরক আবেদনের শুনানি করে এই আদেশ বাস্তবায়ন করতে বলেছেন।
আদালত এক মাস পরে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন। আদালত মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের জেলা-উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যোগের প্রশংসাও করেছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।