অক্টোবরের তুলনায় প্রাণহানি বেড়েছে ১৪ শতাংশের বেশি
নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৫৩ শিশুসহ নিহত ৪৩৯ : রোড সেফটি ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ এএম, ৬ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৫:১০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত নভেম্বর মাসে সারাদেশে ৪১৭টি সড়ক দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৬৮২ জন। নিহতের মধ্যে ৫৩টি শিশু ও ৬৪ জন নারী বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি দুই বেড়েছে। অক্টোবর মাসে ৩১৪টি দুর্ঘটনায় ৩৮৩ জন নিহত হয়েছিল। গত মাসের তুলনায় প্রাণহানি বেড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ।
আজ শনিবার (৫ই ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
নভেম্বরে ৪টি নৌ দুর্ঘটনায় ৩ জন ও ২৯টি রেলপথ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েও বলেও জানানো হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নভেম্বরে। ১২৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪১ জন। এ সময় পথচারী নিহত হয়েছেন ১১৬ জন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৪৯ জন।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১১টি দুর্ঘটনায় নিহত ১২৮ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ২২টি দুর্ঘটনায় নিহত ১৪ জন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৬টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত। সবচেয়ে কম ভোলা জেলায়। ৩টি দুর্ঘটনায় ১ জন নিহত।
ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় মহাসড়কে সবসময় দুর্ঘটনার হার বেশি থাকলেও নভেম্বর মাসে জাতীয় মহাসড়কের তুলনায় আঞ্চলিক ও গ্রামীণ সড়কে দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেল চালক ও পথচারী নিহতের ঘটনা চরমভাবে বেড়েছে।
সড়ক দুর্ঘটনার জন্য ১০টি কারণ উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে- ত্রুটিপূর্ণ যান, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল অন্যতম।
সড়ক দুর্ঘটনা রোধে ফাউন্ডেশন ১০টি সুপারিশ করেছে। তার মধ্যে- দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করা, চালকের বেতন ও কর্মঘন্টা নির্দিষ্ট করা, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করার সুপারিশ রয়েছে।