৫০ হাজার টন ভারতীয় চাল আমদানি করবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১২ এএম, ৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৭:২৪ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সরকার তিন বছর পর ফের চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করা হবে।
আজ বুধবার (২রা ডিসেম্বর) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চাল আমদানির এ প্রস্তাব অনুমোদন দিয়েছে।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা থেকে এই চাল সরবরাহ করবে ভারতীয় কোম্পানি এগ্রিলিংক। এতে প্রতি কেজি চালের খরচ পড়বে ৩৫.২৭ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিটের তথ্য বলছে, গত এক বছরে দেশে খাদ্যের মজুদ অর্ধেক কমে গেছে। অথচ দেশে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে। বলা হচ্ছে, বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া, করোনার চলমান মহামারি এবং মহামারি চলাকালেই কয়েক দফা বন্যার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তথ্য বলছে, গত বছরের ১ জুলাই সরকারের হাতে খাদ্যের মজুদ ছিল ১৬ দশমিক ৭৪ লাখ টন। এক বছরে তা কমে হয়েছে ১১ দশমিক ৮৮ লাখ টন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, গত অর্থবছরে দেশে ৩ দশমিক ৭৬ কোটি টন ধান ও গম উৎপন্ন হয়েছিল। আগের অর্থবছরের তুলনায় তা শূন্য দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০১৯ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ০৪ শতাংশ।